back to top

আনোয়ারা আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ,বাতিল ২

প্রকাশিত: ০৪ জানুয়ারি, ২০২৬ ১১:৫৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) সংসদীয় আসন থেকে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

তাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত প্রার্থী সরোয়ার জামাল নিজাম ও বাংলাদেশ জামায়েত ইসলামীর মনোনীত প্রার্থী মাহমুদুল হাসানসহ ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান রিটার্নিং কর্মকর্তা।

এ আসন থেকে মনোনয়ন বৈধ হওয়া বাকি পাঁচ প্রার্থী হলেন-জাতীয় পার্টির আব্দুর রব চৌধুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম শাহজাহান, খেলাফত মজলিসের মোহাম্মদ ইমরান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. রেজাউল মোস্তফা ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মোহাম্ম এমরান।

তাছাড়া এ আসন থেকে নির্বাচেনর জন্য ফরম নিয়ে মনোনয়ন বাতিল হয়েছে দুই প্রার্থীর। তারা হলেন- বিএনপি নেতা আলী আব্বাস ও গণ অধিকার পরিষদের প্রার্থী মো. মুজিবুর রহমান।

রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, আলী আব্বাস নিজেকে বিএনপির প্রার্থী হিসেবে পরিচয় দিলেও দলীয়ভাবে তার কোনো মনোনয়নপত্র জমা দেওয়া হয়নি। পাশাপাশি তিনি নিজেই নিজের প্রস্তাবকারী হওয়ায় তা বিধিসম্মত না হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়।

অন্যদিকে, গণ অধিকার পরিষদের প্রার্থী মো. মুজিবুর রহমান ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তবে সংক্ষুব্ধ প্রার্থীরা চাইলে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা।