আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) সংসদীয় আসন থেকে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
তাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ ও এলডিপির মনোনীত প্রার্থী ওমর ফারুকসহ ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান রিটার্নিং কর্মকর্তা।
এ আসন থেকে মনোনয়ন বৈধ হওয়া বাকি পাঁচ প্রার্থী হলেন-জাতীয় পার্টির মোহাম্মদ বাদশা মিয়া, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মৌঃ মো. সোলাইমান, ইসলামি আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আব্দুল হামিদ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের এইচ এম ইলিয়াছ ও স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম রাহি।
তাছাড়া এ আসন থেকে নির্বাচেনর জন্য ফরম নিয়ে মনোনয়ন বাতিল হয়েছে দুই প্রার্থীর। দুজনেই স্বতন্ত্র প্রার্থী। তারা হলেন- মোহাম্মদ মিজানুল হক চৌধুরী ও মোহাম্মদ নুরুল আনোয়ার।
রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, দ্বৈবচয়নে এক শতাংশ ভোটারের সত্যতা না থাকায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মিজানুল হক চৌধুরী ও মোহাম্মদ নুরুল আনোয়ারের মনোনয়নপত্র বাতিল করা হয়।


