চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানায় দায়েরকৃত একটি ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামি মো. নুর হাসান (২৮)’কে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গতকাল শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধিত ২০২০) এর একাধিক ধারায় মামলা রয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আকবরশাহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
