back to top

আনোয়ারায় বাবুর্চি ইউনুছ হত্যাকাণ্ডের আসামি নগরে গ্রেপ্তার

প্রকাশিত: ০৪ জানুয়ারি, ২০২৬ ১৩:৩৯

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মো. ইউনুছ নামে এক বাবুর্চিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার এজাহারনামীয় প্রধান আসামি শওকত আলীকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাব।

গতকাল শনিবার (৩ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শওকত আনোয়ারা উপজেলার হাজীগাঁও এলাকার মরহুম জালাল আহমদের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, নিহত মো. ইউনুছ (৩৫) দিনমজুরের পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বাবুর্চির কাজ করতেন। গত ৫ নভেম্বর রাতে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকায় একটি অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়।

এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই নৃশংস হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে ঘটনার মূল অভিযুক্ত শওকত আলী দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ জানতে পারে যে আলোচিত হত্যা মামলার প্রধান আসামি শওকত চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানা এলাকায় আত্মগোপনে রয়েছেন।

তথ্যের সত্যতা যাচাই শেষে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার এজাহারনামীয় প্রধান আসামিকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে র‌্যাব।

প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।