কিলিয়ান এমবাপ্পে ইনজুরির কারণে মাঠের বাইরে থাকায় আক্রমণভাগে তাকে ছাড়াই রিয়াল বেতিসের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। এমবাপ্পের জায়গায় একাদশে সুযোগ পান গনসালো গার্সিয়া।
সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ৩৪ গোল করা ফরাসি তারকার অনুপস্থিতি একেবারেই টের পেতে দেননি গার্সিয়া। হ্যাটট্রিক করে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন তিনি।
সান্তিয়াগো বার্নাব্যুতে সোমবার গার্সিয়ার নৈপুণ্যে ৫–১ গোলের বড় জয় দিয়ে বছর শুরু করে রিয়াল মাদ্রিদ।
২১ বছর বয়সী এই ফরোয়ার্ড ক্লাব বিশ্বকাপে চার গোল করেছিলেন। ম্যাচের ২০ মিনিটে তার গোলে এগিয়ে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধের শুরুতে ৫০ মিনিটে আবারও গোল করে ব্যবধান ২–০ করেন তিনি। এরপর রাউল আসেনসিও রিয়াল মাদ্রিদের জার্সিতে নিজের প্রথম গোলটি করেন, যা দলের লিড আরও বাড়ায়।
এরপর কুচো হার্নান্দেজ একটি গোল শোধ দিলেও বেতিস কয়েকবার রিয়ালকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছিল। তবে ৮২ মিনিটে ব্যাক হিল থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন গার্সিয়া।
একই ম্যাচে ডান পা, বাম পা ও হেড দিয়ে গোল করে নজর কাড়েন এই স্প্যানিশ ফরোয়ার্ড। পরে বদলি হিসেবে নামা ফ্রান গার্সিয়া স্টপেজ টাইমে পঞ্চম গোলটি যোগ করেন।
সব প্রতিযোগিতা মিলিয়ে এটি রিয়াল মাদ্রিদের টানা চতুর্থ জয়। এই জয়ের ফলে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান চার পয়েন্টে নামিয়ে এনেছে তারা।
অন্য দিকে আগের আট ম্যাচে ছয়টি জয় পাওয়া রিয়াল বেতিস লিগ টেবিলে ষষ্ঠ স্থানেই রয়েছে।


