back to top

মাসে ৫ দিনের বেশি কাজ করি না : অভিনেত্রী রুনা খান

প্রকাশিত: ০৫ জানুয়ারি, ২০২৬ ০৫:০২

শোবিজে যেখানে অধিকাংশ শিল্পী ব্যস্ত সময়সূচির মধ্যে নিজেকে আটকে ফেলছেন, সেখানে ব্যতিক্রমী এক পথ বেছে নিয়েছেন অভিনেত্রী রুনা খান।

দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে তিনি নিজের জন্য একটি নির্দিষ্ট নীতিতে কাজ করছেন- মাসে গড়ে পাঁচ দিনের বেশি কাজ নয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাজের দর্শন ও জীবন-ভাবনা নিয়ে কথা বলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

রুনা খান জানান, জীবনে তিনি কখনোই চরমপন্থি নন। তার কাছে জীবন মানে এক ধরনের যাত্রা, যেখানে প্রতিটি বাঁককে উপভোগ করাই আসল। কাজের ক্ষেত্রেও তিনি একই দর্শন অনুসরণ করেন।

নিজের এই দীর্ঘদিনের অভ্যাস প্রসঙ্গে রুনা বলেন, ২০০৯ সালে বিয়ের পর সন্তানের জন্য তিনি টানা তিন বছর কাজ থেকে বিরতি নিয়েছিলেন।

এরপর থেকে সচেতনভাবেই কাজের পরিমাণ কমিয়ে দিয়েছেন। বর্তমানে বছরে মাত্র তিন থেকে চারটি কাজেই নিজেকে সীমাবদ্ধ রাখেন তিনি।

ক্যারিয়ারে এত কম কাজ করেও কোনো আফসোস নেই রুনার। বরং কাজের সংখ্যা নয়, মান এবং মানসিক প্রশান্তিকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন।

তার ভাষায়, আগে যেমন কাজ করতেন, এখনও তেমনই করছেন- নিজের অবস্থানে তিনি স্থির।

ওটিটি প্ল্যাটফর্মের প্রসার নিয়ে কথা বলতে গিয়ে রুনা খান বলেন, প্রযুক্তির উন্নয়নে কাজের ক্ষেত্র বাড়লেও তিনি নিজের ছন্দ বদলাননি।

তার কাছে জীবন মানে নিরবচ্ছিন্ন দৌড় নয়, বরং পথচলার আনন্দ উপভোগ করা।

সমালোচনা প্রসঙ্গে এই অভিনেত্রীর দৃষ্টিভঙ্গি বেশ ইতিবাচক। তিনি মনে করেন, সবকিছু আপেক্ষিক এবং প্রত্যেকের পছন্দ-অপছন্দ আলাদা।

তাই নেতিবাচক মন্তব্যে তিনি বিচলিত হন না। বরং নতুন উদ্যোগকে উৎসাহ দেওয়ার পক্ষেই থাকেন।

উল্লেখ্য, অল্প কাজ করেও ওটিটি প্ল্যাটফর্মে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন রুনা খান।

‘মারকিউলিস’, ‘অসময়’সহ একাধিক ওয়েব কনটেন্টে তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

কাজের সংখ্যায় নয়, গুণগত মানেই যে দর্শকের মনে জায়গা করে নেওয়া সম্ভব- রুনা খান তারই উজ্জ্বল উদাহরণ।