সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় সোমবার ভোরে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।
ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এবং আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৪।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের আসামের ধিং শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং গুয়াহাটি থেকে ৬৮ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত।
আরও পড়ুন
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এবং ইএমএসসি জানিয়েছে, ভোর ৪টা ৪৭ মিনিট ৩৮ সেকেন্ডে এই ভূমিকম্প সংঘটিত হয়। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৩৫ কিলোমিটার।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানিয়েছেন, উৎপত্তিস্থলের ভৌগোলিক অবস্থানের কারণে সিলেট অঞ্চলে কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়েছে।
তবে আশঙ্কার কিছু নেই, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অফিসের পক্ষ থেকে জনগণকে সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


