কক্সবাজারের রামু উপজেলায় গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ।
অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র তৈরির কারিগররা পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তবে বিপুল পরিমাণ সরঞ্জামাদি ও গুলি উদ্ধার করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সকালে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের আবু আহম্মদঘোনা ফাতেমাছড়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।
আরও পড়ুন
জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে জানা যায় যে সংঘবদ্ধ চক্রের কয়েকজন অবৈধ কারখানা গড়ে তোলার মাধ্যমে আগ্নেয়াস্ত্র তৈরির কাজ করছিল।
পুলিশ একটি দল পাঠিয়ে গহীন পাহাড়ের ওই এলাকায় ঝুপড়ি ঘর ঘিরে ফেলে। এ সময় ৩–৪ জন সন্দেহজনক ব্যক্তি পালিয়ে যায়।
পুলিশ তল্লাশি চালিয়ে উদ্ধার করে অস্ত্র ও সরঞ্জামাদি, যার মধ্যে রয়েছে ২টি রাইফেলের গুলি, ৪টি গুলির খোসা, ২টি বন্দুকের বাট, ৩টি বন্দুকের ট্রিগার বক্স, ৬টি বন্দুকের নল, ২টি বন্দুক তৈরির যন্ত্র, ১টি হাওয়ার মেশিন, ২টি বাটাল, ৫টি আড়িব্লেড, ১টি আড়িব্লেডের ফ্রেম, ১টি করাত, ১টি হাতুড়ি, ১টি প্লাস, ৭টি ছোট-বড় রেথ, ১টি শান দেয়ার মেশিন, ১টি বানান নালী এবং অন্যান্য বিভিন্ন অস্ত্র তৈরির সরঞ্জামাদি।
অলক বিশ্বাস জানান, অভিযান চলাকালীন পলাতকদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পাশাপাশি উদ্ধারকৃত অস্ত্র তৈরির কারখানার সাথে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও আটক করার জন্য পুলিশ খোঁজখবর অব্যাহত রেখেছে।
এ ঘটনায় রামু থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


