back to top

সাতকানিয়ায় কৃষিজমির টপসয়েল কাটার অপরাধে ৩ এস্কেভেটর জব্দ

প্রকাশিত: ০৫ জানুয়ারি, ২০২৬ ১২:৪৯

চট্টগ্রামের সাতকানিয়ায় রাতের আঁধারে কৃষিজমির টপসয়েল কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে এমন খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালায় সেনাবাহিনী।

রবিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নলুয়া ইউনিয়নের নয়াখাল সংলগ্ন এলাকায় পরিচালিত এ অভিযানে কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে ইটভাটায় বিক্রির সত্যতা পায়।

এসময় দুষ্কৃতিকারীদের কাউকে পাওয়া না গেলেও ৩টি এস্কেভেটর জব্দের পর বিকল করে দিয়েছে সেনাবাহিনী।

সাতকানিয়া সেনা ক্যাম্পে দায়িত্বরত ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টপসয়েল কাটার দায়ে ৩টি এস্কেভেটর আটক করে বিকল করে দেওয়া হয়েছে।