সোমবার (৫ জানুয়ারি) রাতে পূর্ব গুজরা ইউনিয়নের নিজ বাসার সামনে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের খাবারের আগে জানে আলম বাসার গেটের সামনের উঠানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসে তিন যুবক।
এএসপি বেলায়েত হোসেন বলেন, মোটরসাইকেলে করে কয়েকজন যুবক এসে জানে আলম সিকদারের বুকে গুলি চালায়। তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।জড়িতদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে ।


