back to top

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত

প্রকাশিত: ০৬ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭
রাউজান উপজেলায় জানে আলম সিকদার (৩৪) নামে যুবদলের সাবেক নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

সোমবার (৫ জানুয়ারি) রাতে পূর্ব গুজরা ইউনিয়নের নিজ বাসার সামনে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের খাবারের আগে জানে আলম বাসার গেটের সামনের উঠানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসে তিন যুবক।

তাদের একজন তাকে খুব কাছ থেকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে। এ সময় জানে আলম মাটিতে লুটিয়ে পড়েন। তার বুকে গুলি বিদ্ধ হয়েছে। গুলি করেই সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। 

এএসপি বেলায়েত হোসেন বলেন, মোটরসাইকেলে করে কয়েকজন যুবক এসে জানে আলম সিকদারের বুকে গুলি চালায়। তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।জড়িতদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে ।