জাপানের পশ্চিম উপকূলে মঙ্গলবার স্থানীয় সময় একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থা (JMA) জানিয়েছে, শিমান প্রিফেকচারে সকাল ১০টা ১৮ মিনিটে এই ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যার মাত্রা ছিল ৬.২।
তবে দেশজুড়ে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ৫.৮ পর্যন্ত ধরা গেছে।
আরও পড়ুন
ভূমিকম্পটি জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর ইয়াসুগিতে বিশেষভাবে অনুভূত হয়েছে।
কম্পনের শিন্দো স্কেলে মাত্রা পাঁচের বেশি হওয়ায় ভারী আসবাবপত্র পড়ে যেতে পারে এবং গাড়ির স্টিয়ারিংয়ে সমস্যা দেখা দিতে পারে। স্থানীয়রা কম্পনের কারণে আতঙ্কিত হয়েছেন।
জাপানের আবহাওয়া সংস্থা আরও জানিয়েছে, একই অঞ্চলে কিছুক্ষণ আগে ও পরে কয়েকটি ছোট ভূমিকম্পও আঘাত হেনেছে। এর মধ্যে রয়েছে ৪.৫, ৫.১, ৩.৮ এবং ৫.৪ মাত্রার কম্পন।
তবুও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জাপান প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’ এর পশ্চিম প্রান্তে অবস্থিত। এখানে চারটি প্রধান টেকটোনিক প্লেট মিলিত হওয়ায় জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্প-সক্রিয় দেশগুলোর মধ্যে অন্যতম।
প্রায় ১২৫ মিলিয়ন মানুষ বসবাস করছে এই দ্বীপপুঞ্জে, যেখানে প্রতি বছর প্রায় ১৫০০টি ভূমিকম্প অনুভূত হয়, যাদের বেশিরভাগই কম মাত্রার।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, জাপানের এই ভূমিকম্পের ঘটনা নিয়মিত কম্পন ও ভূমিকম্পের প্রাকৃতিক প্রক্রিয়ার অংশ এবং যেহেতু সুনামি সতর্কতা জারি হয়নি, তাই সাধারণ মানুষের নিরাপত্তা তুলনামূলকভাবে নিশ্চিত। তথ্যসূত্র : এএফপি

