এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল ডিসেবল বা অকার্যকর করা হয়েছে।
সোমাবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।
ভিডিও বার্তায় হাসনাত আব্দুল্লাহ বলেন, আমার ‘হাসনাত আব্দুল্লাহ’ নামের ব্যক্তিগত প্রোফাইলটি বেশ কিছুদিন আগে ডিজেবল করে দেওয়া হয়েছে।
ভারতবিরোধী অবস্থান নেওয়ায় পরবর্তী সময় কিছু পোস্টের কারণে কপিরাইট ক্লেইমের মধ্য দিয়ে আমার আইডিটিকে ডিজেবল করে দেওয়া হয়।
আইডিটি বন্ধ থাকার কারণে গত কয়েকদিন আপনাদের সঙ্গে যুক্ত থাকতে পারিনি।
এখন থেকে আমার এই পেজ থেকেই নিয়মিত সক্রিয় থাকব।
এই পেজটি এতদিন এডমিনরা পরিচালনা করতেন বলে জানান হাসনাত।
এখন থেকে নিজেই এই পেজ পরিচালনা করবেন তিনি।


