back to top

মুস্তাফিজকে বাদ দেয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডেই ক্ষোভ

প্রকাশিত: ০৬ জানুয়ারি, ২০২৬ ০৮:৪৭
আইপিএল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার কারণে খোদ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) অভ্যন্তরে ক্ষোভ দানা বেঁধেছে।সাম্প্রতিক এক প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে, মোস্তাফিজকে দল থেকে রিলিজ দেওয়ার এই বড় সিদ্ধান্তটি বিসিসিআই-এর উচ্চপর্যায়ে অত্যন্ত গোপনে নেওয়া হয়েছে, যেখানে বোর্ডের অনেক কর্মকর্তা বা আইপিএল গভর্নিং কাউন্সিলের কোনো সদস্যের নূন্যতম মতামত নেওয়া হয়নি।

গত মাসে নিলামে ৯.২০ কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মোস্তাফিজকে দলে নিলেও শনিবার হঠাৎ তাকে রিলিজ দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক প্রতিবেদনে বিসিসিআই-এর একজন কর্মকর্তা বিস্ময় প্রকাশ করে জানিয়েছেন, তারা নিজেরাও এই খবর সংবাদমাধ্যমের মাধ্যমে জেনেছেন।

তিনি বলেন, ‘আমাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। এমনকি আমাদের পক্ষ থেকে কোনো পরামর্শও নেওয়া হয়নি।’স্পষ্টতই, আইপিএল গভর্নিং কাউন্সিলকে পুরোপুরি অন্ধকারে রেখেই এই বিতর্কিত সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া গত শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

তিনি জানান, সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে কেকেআর-কে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে অবমুক্ত করে। ধারণা করা হচ্ছে, বোর্ডের শীর্ষস্থানীয় মাত্র দু-একজন এই সিদ্ধান্তের পেছনে মূল ভূমিকা পালন করেছেন, যা এখন অভ্যন্তরীণ অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে