চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া মঙ্গলবার (৬ জানুয়ারি) পরিচালিত ভোক্তা অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অপরাধে আরও ৪টি প্রতিষ্ঠানকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ যৌথভাবে এসব অভিযান পরিচালনা করেন।
মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, এলপিজি গ্যাস বিক্রয়ে অনিয়মের কারণে এমপি ট্রেডিংয়কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া পাহাড়তলী থানাধীন কর্ণেল জোন্স রোড এলাকায় মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিক্রির জন্য সংরক্ষণ করায় ভাই ভাই ইত্যাদি শপকে ৫ হাজার টাকা, মুম্বাই সুইটসকে ১০ হাজার টাকা, মাতৃ ফার্মেসিকে ৮ হাজার টাকা, নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল হায়ড্রোজ ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশের জরন্য ক্যাফে আজমীর হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর।
জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান মোহাম্মদ ফয়েজ উল্যাহ।


