back to top

কাউন্সিলর বাপ্পির নির্দেশে হাদিকে হত্যা : ডিবি

প্রকাশিত: ০৬ জানুয়ারি, ২০২৬ ১১:৪৪

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় চার্জশিট দিয়েছে পুলিশ। এতে ১৭ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম একথা জানান।

তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে হাদিকে হত্যা করা হয়েছে। সে পতিত (আওয়ামী লীগ) সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিল।

চার্জশিটে থাকা ১৭ আসামির মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা এখনও পলাতক রয়েছে।

শফিকুল ইসলাম বলেন, ‘ঢাকা উত্তরের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির পরিকল্পনায় হাদিকে হত্যা করা হয়।’

গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। পাশের একটি চলন্ত মোটরসাইকেল থেকে অটোরিকশায় থাকা হাদিকে গুলি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার পর তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর রাতে মারা যান ওসমান হাদি।