back to top

কলাউজান আ.লীগের সভাপতি নগরে গ্রেফতার

প্রকাশিত: ০৬ জানুয়ারি, ২০২৬ ১৯:১২
চট্টগ্রাম নগরীর দোভাষ সড়ক (এক্সেস) এলাকা থেকে কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী ইসহাক মিয়াকে আটক করেছে বাকলিয়া থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৮টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

আটক গাজী ইসহাক মিয়া লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের হরিনাবিল গ্রামের বাসিন্দা। তিনি একাধিক মামলার আসামি।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বাকলিয়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সোলাইমান বাংলানিউজকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।