back to top

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

প্রকাশিত: ০৭ জানুয়ারি, ২০২৬ ০৫:০৫

ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।

বুধবার দক্ষিণ ফিলিপাইনের উপকূলে এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিন্দানাও দ্বীপের সান্তিয়াগো শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার পূর্বে।

ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ৫৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।