back to top

ভিপি পদে শিবির-ছাত্রদল প্যানেলের ব্যবধান ৬ ভোট

জকসু নির্বাচনের ৮ কেন্দ্রের ফল

প্রকাশিত: ০৭ জানুয়ারি, ২০২৬ ০৫:৪২

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ৮টির ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

যার মধ্যে ভিপি, জিএস ও এজিএসে আধিপত্য বিস্তার করেছে শিবিরসমর্থিত ‘অদম্য জবিয়ান প্যানেল’।

আজ বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৮ কেন্দ্রের ফলাফলে দেখা যায়, ভিপি পদে শিবির আর ছাত্রদল প্যানেলের ব্যবধান মাত্র ৬ ভোটের।

৮ কেন্দ্রের ফলাফলে শিবির সমর্থিত ‌‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ৮১০ ভোট পেয়ে এগিয়ে আছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৮০৪ ভোট।

ছাড়া জিএস পদে শিবির প্যানেলের আব্দুল আলিম আরিফ ৮২৫ ভোট ও ছাত্রদল প্যানেল থেকে খাদিজাতুল কোবরা ৪২২ ভোট পেয়েছেন।

তাছাড়া এজিএস পদে শিবির প্যানেলের মাসুদ রানা ৭৯৯ ও ছাত্রদল প্যানেলের আতিকুর রহমান তানজিল ৬৯০ ভোট পেয়েছেন।

এদিকে শীর্ষ তিন ও অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে থাকলেও পাঠাগার ও সংস্কৃতি সম্পাদক পদ দুটিতে এখনও ছাত্রদল এগিয়ে আছে।

এছাড়া নির্বাহী সদস্য পদগুলোর মধ্যেও ছাত্রদল সমর্থিত প্যানেলের কয়েকজন প্রার্থী ভালো অবস্থানে আছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ৩৯টি কেন্দ্রের মধ্যে সবগুলো কেন্দ্রের চূড়ান্ত ফলাফল পেতে বিকেল হওয়ার সম্ভাবনা রয়েছে। এত লম্বা সময়ে ফলাফল প্রকাশে চরম ভোগান্তিতে পড়েছে প্রার্থীরা ও কমিশন।

গতকাল কনকনে শীতের রাতে সবাইকে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম হল রুমেই থাকতে দেখা গেছে।

মঙ্গলবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে, শেষ হয় বিকাল ৩টায়। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থী দিনব্যাপী ভোট দিলেও ফলাফলের অপেক্ষা এখনও শেষ হয়নি। এখনও বাকি কেন্দ্রে ভোট গণনা চলছে।