back to top

ভারতেই খেলতে হবে বিষয়টি সত্য নয়- বিসিবি সভাপতি

প্রকাশিত: ০৭ জানুয়ারি, ২০২৬ ০৮:০৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আগেই জানিয়েছে বাংলাদেশ। দুদিন আগে বিষয়টি আইসিসিকে জানানো হলেও গতকাল মধ্যরাতে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানায়, ভার্চুয়াল মিটিংয়ে বিসিবিকে প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

জানানো হয়, ভারতেই খেলতে হবে বাংলাদেশকে। নাহয় থাকবে পয়েন্ট হারানোর ঝুঁকি।

কিন্তু ক্রিকইনফোর বলা বিষয়টি প্রত্যাখ্যাত করে বিসিবি। তারা জানায় এই ব্যাপারে আইসিসি এখনও তাদেরকে কিছুই জানায়নি। 

এদিকে বাংলাদেশি এক গণমাধ্যমকে বিষয়টি মিথ্যা বলে জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানান, ‘ক্রিকইনফোর এই খবর সত্য নয়।

আইসিসি কখনই বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। আমাদের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে আইসিসির একাধিক কর্মকর্তার কথা হচ্ছে।’ 

তিনি আরও বলেন, ‘আইসিসি আমাদের কাছে জানতে চেয়েছে আমরা কেন ভারতে যাব না। আমরা তো আমাদের মেইলে উল্লেখ করেছি যে আমাদের সিকিউরিটি কনসার্ন আছে