জেলা প্রশাসন জানায়, উৎসব উপলক্ষে ডিসি পার্ক সাজানো হবে ১৪০ প্রজাতির ফুলে।
এবারের উৎসবে স্থান পাচ্ছে ২৫ ধরনের গোলাপ, স্টক, গেজানিয়া, ক্যামেলিয়া, হলিহক, স্নোবক, নেসটিয়াম, লিলিয়াম, ডালিয়া, চন্দ্রমল্লিকা ফুল।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, চতুর্থবারের মতো ফুল উৎসব।বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে মাসব্যাপী সাংস্কৃতিক আয়োজন, ভায়োলিন শো, কাউয়ালি সন্ধ্যা এবং নির্বাচনে গণভোট বিষয়ক একটি স্টল। এছাড়া বাংলাদেশে বসবাসরত ১৬টি দেশের শিক্ষার্থীরা নিজ নিজ সংস্কৃতি নিয়ে অংশ নেবেন।
