back to top

অস্ত্রসহ ছবি ভাইরাল, রাঙ্গুনিয়ায় যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ০৭ জানুয়ারি, ২০২৬ ১১:০০
সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শওকত আলী নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) ভোরে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চারাবটতল এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, শওকত আলী অবৈধ অস্ত্রসহ ছবি সামাজিক যোগাযোগ মধ্যমে ভাইরাল হয়। এছাড়াও অবৈধ অস্ত্রসহ বিভিন্নস্থানে ঘোরাফেরা করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

পরে তাকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার কাছে অস্ত্র না পাওয়ায় আইনগত ব্যাবস্থা গ্রহণ করার জন্য রাঙ্গুনিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় একাধিক মামলা রয়েছে। 

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন বলেন, অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্রধারী শওকত আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে