back to top

অর্থ আত্মসাৎ মামলায় কক্সবাজার পৌর মেয়রের কারাদণ্ড

প্রকাশিত: ০৭ জানুয়ারি, ২০২৬ ১১:১১
অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা তিনটি মামলায় কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র নুরুল আবছারকে প্রত্যেকটিতে এক বছর করে মোট তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৭ জানুয়ারি) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, মেয়র থাকাকালে নুরুল আবছারের বিরুদ্ধে প্রায় ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তিনটি মামলা দায়ের করে দুদক।

দুদকের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) রেজাউল করিম রনি জানান, তিনটি মামলার প্রত্যেকটিতে এক বছর করে কারাদণ্ড, অর্থদণ্ড এবং জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

তিনটি মামলার কারাদণ্ড আলাদাভাবে ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামি পলাতক রয়েছেন। এ কারণে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। 

আদালতের নথি অনুযায়ী, ১৯৮৪ সালে রাষ্ট্রপতির অনুদান হিসেবে কক্সবাজার পৌরসভার উন্নয়ন কাজে ১৫ লাখ ৭ হাজার ৫২০ টাকা বরাদ্দ দেওয়া হয়।

এর মধ্যে ১০ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা আত্মসাতের অভিযোগে তৎকালীন জেলা দুর্নীতি দমন কর্মকর্তা একটি মামলা করেন। এ মামলায় নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত নুরুল আবছারকে এক বছরের কারাদণ্ড, ১০ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়। 

অন্য একটি মামলায় মেয়র থাকাকালে উন্নয়ন কাজের ৯০টি চেকের মাধ্যমে ৩৩ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। এ মামলায় এক বছরের কারাদণ্ড, ৩৩ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

এছাড়া দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ধারায় দায়ের করা অপর একটি মামলায় ১৩ লাখ ২৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এক বছরের কারাদণ্ড, একই পরিমাণ অর্থদণ্ড এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।