বুধবার (৭ জানুয়ারি) চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ মো. হাসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।
এর আগে গত ৫ জানুয়ারি চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান অভিযোগপত্র জমা দেন।
মামলায় জাবেদ ছাড়াও তাঁর স্ত্রী রুকমিলা জামান, ছোট ভাই আসিফুজ্জামান, বোন রোকসানা জামান এবং ইউসিবিএল ব্যাংক ও আরামিট গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে।
দুদকের আইনজীবী রেজাউল করিম রনি জানান, আদালত অভিযোগপত্র গ্রহণের পাশাপাশি পলাতক ৩৪ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মামলার অপর দুই আসামি বর্তমানে কারাগারে রয়েছেন।
এর আগে গত ২৪ জুলাই জাবেদ ও তাঁর স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলা দায়ের করেন মো. মশিউর রহমান।


