মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যদের সম্মেলনে বক্তৃতা দিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ওয়াশিংটন দিল্লির ওপর যে শুল্ক আরোপ করেছে, তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খুব একটা খুশি নন।
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। ট্রাম্প বলেন, “মোদি আমাকে বলেছিলেন, ‘স্যার, আমি কি আপনার সঙ্গে একটু দেখা করতে পারি?’ আমি বলেছিলাম, হ্যাঁ।”


