চট্টগ্রামের রাউজান থানায় দায়েরকৃত একটি নাশকতা মামলার পলাতক আসামি মো. নাছিরকে (৪৫) গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র্যাব-৭।
গতকাল বুধবার (৭ জানুয়ারি) রাত পৌণে ৯টায় গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালায় র্যাবের টিম।
উপজেলার চিকদাইর নতুনহাট লোহার ব্রিজ এলাকায় পরিচালিত এ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন।
তিনি জানান, রাউজান থানার এজাহারনামীয় আসামিমো. নাছিরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রাউজান থানা পুলিশের নিকট হস্তান্তরের তথ্য জানান এ কর্মকর্তা।


