back to top

চট্টগ্রামে ১২ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, গ্রেপ্তার ২

প্রকাশিত: ০৮ জানুয়ারি, ২০২৬ ০৯:৪২

চট্টগ্রাম নগরের খুলশী থানার লালখান বাজার এলাকার একটি বাসা থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গতকাল বুধবার (০৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার সময় চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাথীন লালখান বাজারস্থ ভান্ডারী মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- লালখান বাজারের মতিঝর্ণা এলাকার বাসিন্দা মৃত মতি লাল ঘোষের ছেলে প্রদীপ লাল ঘোষ (৫২) ও রাঙ্গুনিয়া উপজেলার চা বাগান সংলগ্ন এলাকার বাসিন্দা স্বপন সিংহের ছেলে অজয় সিংহ (২৫)।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে র‍্যাব-৭-এর মিডিয়া বিভাগ থেকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়। এর আগে গত শনিবার রাতে ১২ বছর বয়সী শিশুটির ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন বলেন, শিশুটিকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজনের মধ্যে একজন বাড়ির মালিক রয়েছেন।

শিশুটির মায়ের দাবি, তার মেয়ে আত্মহত্যা করতে পারে—এটি তিনি বিশ্বাস করতে পারছেন না। লাশ উদ্ধারের সময় শিশুটির পা মাটির সঙ্গে লাগানো ছিল। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

পুলিশ জানায়, শিশুটির লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত হয়। শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল কি না, সে পরীক্ষাও করা হয়। ময়নাতদন্তসহ অন্যান্য পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, শিশুটিকে ধর্ষণের কোনো আলামত প্রাথমিকভাবে পাওয়া যায়নি। তার শরীরে আঘাতের কোনো চিহ্নও পাওয়া যায়নি।

এ ঘটনায় বুধবার রাতে শিশুটির পরিবারের পক্ষ থেকে ধর্ষণ ও হত্যা মামলা করা হয়েছে।

তিনি বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং ধর্ষণের আলামত আছে কি-না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।