চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুল মালেক প্রকাশ ননাইয়াকে (৫৪) উপজেলার মোগলেরহাট বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে র্যাব-৭-এর মিডিয়া বিভাগ থেকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়। এর আগে বুধবার (৭ জানুয়ারি) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল মালেক লালানগর এলাকার আব্দুল ছাত্তার প্রকাশ টুইন্নার ছেলে।
এ বিষয়ে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেপ্তার আব্দুল মালেক প্রকাশ ননাইয়া নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


