back to top

ফটিকছড়িতে অবৈধভাবে মাটি কাটায় ৭৫ হাজার টাকা অর্থদণ্ড

প্রকাশিত: ০৮ জানুয়ারি, ২০২৬ ১০:৫১

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে মো. কামাল নামে এক ব্যক্তিকে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) উপজেলার ভূজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের বাংলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম জানান, মাটি কাটার খবর পেয়ে হারুয়ালছড়ি ইউনিয়নের বাংলা বাজার এলাকায় অভিযান চালানো হয়।

এসময় মাটি কাটার দায়ে মো. কামাল নামে এক স্থানীয় বাসিন্দাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী ৭৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।