চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানাধীন লালদিঘীর পাড় এলাকায় অবস্থিত হোটেল আল আনসারীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ।
গত বুধবার (৭ জানুয়ারি ২০২৬) রাত ১০টার দিকে কোতোয়ালী থানা পুলিশের এ অভিযানে ৯ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে চারজন নারী ও ৫ জন পুরুষ রয়েছে।
সিএমপি দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সিএমপি অধ্যাদেশ ১০৩/৭৬ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


