back to top

শহীদ ওয়াসিমের কবর জেয়ারত করতে চট্টগ্রাম আসছেন তারেক রহমান

প্রকাশিত: ০৮ জানুয়ারি, ২০২৬ ১৫:২৯

জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিমের কবর জেয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করতে আগামী ১৮ জানুয়ারি চট্টগ্রাম আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এদিন সন্ধ্যায় তিনি অংশ নেবেন নগরের জমিয়তুল ফালাহ মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে।

বিএনপির নেতারা জানিয়েছেন, সফরটি পুরোপুরি অরাজনৈতিক। নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন না তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান ১৮ জানুয়ারি বিমানে ঢাকা থেকে কক্সবাজার যাবেন। সেখানে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সড়কপথে চট্টগ্রামে আসবেন। কোনো পথসভা বা বক্তব্যের পরিকল্পনা নেই।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। তিনি বলেন, দীর্ঘ সময় পর আগামী ১৮ জানুয়ারি তারেক রহমান চট্টগ্রামে আসছেন। এতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।

তিনি জানান, ১৮ জানুয়ারি সন্ধ্যায় নগরের জমিয়তুল ফালাহ মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন। একইদিন রাতে তারেক রহমান চট্টগ্রামে রাত্রিযাপন করবেন। ১৯ জানুয়ারি কর্মসূচির বিষয়ে এখনো আমাদের জানানো হয়নি।

নগর বিএনপির নেতারা মনে করছেন, তার আগমনে নেতাকর্মীদের মধ্যে নতুন গতি আসবে, যা আগামী নির্বাচনে প্রার্থীদের জন্য সহায়ক হবে।

উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ চট্টগ্রাম সফর করেছিলেন ২০০৫ সালের ৬ মে।