নিহতরা হলেন- মীরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের নাফিস আহমেদ (১৬), চান্দগাঁও থানা এলাকার ছাবিতুন নাহার (২৫) ও গাইবান্ধার কাতলামারি এলাকার মিন্টু মিয়া (২৬)।
হাইওয়ে পুলিশ জানায়, ধুমঘাট সেতু এলাকায় সড়কের পাশে বন বিভাগের তল্লাশি চৌকিতে কাঠবোঝাই ট্রাক দাঁড়ানো ছিল।


