back to top

আসন্ন নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে বলে আশাবাদী গি.কা চৌধুরী

প্রকাশিত: ০৯ জানুয়ারি, ২০২৬ ১৪:২১

আসন্ন সংসদ নির্বাচন শতভাগ স্বচ্ছ ও সুষ্ঠু  হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে নগরের গণি বেকারি এলাকার গুডস হিলের বাসভবনে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, বর্তমান নির্বাচন কমিশনের কার্যক্রমে তিনি সন্তুষ্ট। অভিযোগ গ্রহণ ও দ্রুত ব্যবস্থা নেওয়ার সংস্কৃতি আগের ২০ বছরে দেখা যায়নি।

সম্প্রতি রাউজানে যুবদলের এক কর্মী নিহত হওয়ার ঘটনায় তিনি বলেন, ওই ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং চিকিৎসার জন্য তাঁকে সহায়তা করা হয়েছিল। তার ঘরে ঢুকে তাকে হত্যা করা হয়েছে। এ ধরনের ঘটনা শুধু ফ্যাসিবাদের সন্ত্রাসীদের দায় নয়, প্রশাসনের ভেতরেও তাদের অনুসারীরা ঘাপটি মেরে আছে।

তিনি বলেন , এটা রাজনীতিবিদদের নিয়ন্ত্রণের বিষয় নয়। হত্যাকাণ্ড ঘটিয়ে ২৪ ঘণ্টার মধ্যে সীমান্ত পার হয়ে যাওয়ার ঘটনাও দেখা যাচ্ছে।

তিনি বলেন , সাম্প্রতিক সময়ে কয়েকজন ওসি বদলি হয়েছেন । এটি একটি ইতিবাচক পরিবর্তন। তবে শঙ্কার বিষয় , একদিকে অস্ত্র উদ্ধার হচ্ছে, অন্যদিকে সীমান্ত দিয়ে অস্ত্র ঢুকছে।

মনোনয়ন প্রসঙ্গে তিনি জানান, দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত হবে এবং দল যাকে মনোনয়ন দেবে, তিনি তার পক্ষেই কাজ করবেন। বিকল্প মনোনয়নের বিষয়টিকে কৌশলগত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন তিনি।

রাউজানে সহিংসতার দায় নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনার পেছনে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসা উচিত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব ও বিকৃত তথ্য বিভ্রান্তি তৈরি করছে।

সবশেষে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শুধু আমার দিকে নয়, পুরো চট্টগ্রামের নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়, সে দিকে নজর রাখতে হবে।