চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নারায়ণনগর পশ্চিম সরফভাটা এলাকার একটি বসতঘরে বিশেষ অভিযান পরিচালনা করে একটি একনলা বন্দুক, ৯টি কার্তুজ ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (৯ জানুয়ারি) গোপন সোর্সের তথ্য পেয়ে এ অভিযান চালানো হয়। এসময় এসব অস্ত্র রাখার দায়ে মো. জাহেদ (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জাহেদ ওই এলাকার মৃত আবদুস শহিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ পরিচালিত অভিযানে অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বলেন, গ্রেপ্তার জাহেদের বিরুদ্ধে দক্ষিণ রাঙ্গুনিয়াসহ বিভিন্ন থানায় মারামারি ও চাঁদাবাজিসহ তিনটি মামলা রয়েছে।


