back to top

আন্তর্জাতিক আইনের দরকার নেই , আমার নৈতিকতা আছে – ট্রাম্প

প্রকাশিত: ০৯ জানুয়ারি, ২০২৬ ১৪:৩১
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার ‘আন্তর্জাতিক আইন’র দরকার নেই। বিশ্বজুড়ে তিনি যে আগ্রাসী নীতি অনুসরণ করছেন, তা নিয়ন্ত্রণ করতে পারে কেবল তার ‘নিজস্ব নৈতিকতা’।ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার নির্দেশে মার্কিন সামরিক বাহিনীর অপহরণের ঘটনার পর বিশ্বজুড়ে নিন্দা-সমালোচনার প্রেক্ষাপটে ট্রাম্প এ কথা বলেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দ্য নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়, তার বৈশ্বিক ক্ষমতা চর্চার কোনো সীমা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, একটি জিনিস আছে। আমার নিজের নৈতিকতা। আমার নিজের মন। একমাত্র এটিই আমাকে থামাতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমার আন্তর্জাতিক আইন দরকার নেই। আমি মানুষকে আঘাত করতে চাই না।’
আন্তর্জাতিক আইন মানতে হবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘মানতে হয় বটে, তবে তা আন্তর্জাতিক আইনের সংজ্ঞা আপনি কীভাবে দেন, তার ওপর নির্ভর করে।’নিজের পররাষ্ট্রনীতির লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির নির্মম ব্যবহারেও তিনি আগ্রহী—এমন মনোভাব বারবারই দেখিয়েছেন ট্রাম্প।