back to top

“রিকশাচালক ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ”

প্রকাশিত: ০৯ জানুয়ারি, ২০২৬ ১৪:৩১

চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় রিকশাচালক ও ছিন্নমূল মানুষের মাঝে গভীররাতে শীতবস্ত্র বিতরণ করছে ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

নগরীর কাজীর দেউড়ী, জামালখান, আন্দরকিল্লা, কোতোয়ালী ও নিউমার্কেট এলাকায় প্রায় তিনশো রিকশাচালক ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়।

এসময় নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পাল বলেন, সমাজের বিত্তবানদের উচিত দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো।

শুধু রাজনৈতিক দল বা সংগঠন থেকে নয় সমাজের উঁচুশ্রেণীর মানুষেরা চাইলে গরীব শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে পারে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে।

এসময় তিনি সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া চান। সেই সাথে চট্টগ্রাম-০৯ আসনের ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ানের জন্যও দোয়া চান।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বিপ্লব চৌধুরী বিল্লু, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ সৈয়দ সাফওয়ান আলী, কোতোয়ালী থানা ছাত্রদল নেতা মোহাম্মদ নওশাদ, রুবেল দাশ, অনয় দাশ, মোঃ আলি, মোঃ সাজ্জাদ, মোঃ মিরাজ, মোঃ সাজিদ প্রমুখ।