চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ড এলাকায় গাছের ডাল পড়ে ৭ বছর বয়সী শিশু শাহেদের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে এঘটনা ঘটে। নিহত শাহেদ একই ওয়ার্ডস্থ ডেলি পাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ সেলিমের ছেলে।
স্বজনরা জানায়, কিছু লোক কাঁধে করে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে গাছ ফেলার সময় অসাবধানতাবশত শিশুটির গায়ের উপর পড়ে। এতে গুরুতর আহত হয় শিশুটি।
পরে তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতকানিয়া আশ-শেফা প্রাইভেট হাসপাতালের কর্তব্যরত ডাক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, গাছের ডাল পড়ে আহত অবস্থায় একটি শিশুকে হাসপাতালে আনা হয়।
কান ও নাকে প্রচুর রক্তক্ষরণ এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে শিশুটির মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

