back to top

বাইক চুরির অভিযোগে রোহিঙ্গা যুবক ফয়সাল গ্রেপ্তার

প্রকাশিত: ০৯ জানুয়ারি, ২০২৬ ১৪:৪৯

চট্টগ্রামের সাতকানিয়ায় চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি রোহিঙ্গা যুবক মোহাম্মদ ফয়সাল (৩৫)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

গ্রেপ্তার ফয়সাল সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের হরিণতোয়া এলাকার রোহিঙ্গা পাড়ার দিল মোহাম্মদের ছেলে। এলাকায় তার আলাদা সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ রয়েছে এলাকাবাসীর।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ থেকে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসময় মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত রোহিঙ্গা ফয়সাল (৩৫)কে গ্রেপ্তার করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, ‘মামলা দায়েরের পর থানার একটি টিম অভিযান চালায়। তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান টেকনাফে নিশ্চিত করে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’