ত্রয়োদশ সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা দুয়েক জায়গা থেকে কিছু অভিযোগ করলেও এখনও সারাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মতো ‘লেভেল প্লেয়িং ফিল্ড পুরোপুরি ঠিক’ আছে বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।
তিনি বলেছেন, ‘আমরা মনে করি খুব ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে।’
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ময়মনসিংহ নগরীর এবি গুহ রোডে শিববাড়ী পরিদর্শনে গিয়ে প্রেস সচিব এসব বলেন।
আরও পড়ুন
প্রেস সচিব বলেন, ‘আমরা মনে করি এখনো যথেষ্ট ভালো পরিবেশ রয়েছে। প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন। নির্বাচনের আমেজ আমরা সব জায়গায় দেখছি। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে দুই-একজন দুই একটা কথা বলেন।
কিন্তু আমরা দৃশ্যমান এমন কিছু দেখছি না যার ওপর ভিত্তি করে কেউ বলতে পারেন যে, লেভেল প্লেয়িং ফিল্ড নেই।
আমরা মনে করছি পুরোপুরি লেভেল প্লেয়িং ফিল্ড আছে। এটি ছোট পার্টির জন্য যেরকম বড় পার্টির জন্য একই রকম আছে।’
শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশ পীর আওলিয়ার দেশ। পীর আওলিয়ার হাত ধরে ইসলাম এসেছে। কেউ কেউ বিভিন্ন অজুহাতে মাজারে আঘাত হানছে। এসব হামলার নিন্দা জানাই।’
এর আগে প্রেস সচিব নগরীর বুড়াপীরের মাজার পরিদর্শনের পর গত জানুয়ারিতে ভাঙচুরের শিকার হওয়া হযরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজার পরিদর্শন করেন।


