চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে নগরীর লালখান বাজার এলাকার নিজ বাসা থেকে যুবলীগ নেতা নুরুল আজমকে গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ।
থানার একটি সূত্র জানায়, জুলাই আন্দোলনের ১টি মামলায় আজমকে গ্রেপ্তার দেখানো হয়।
তাছাড়া আজম লালখান বাজারের শরীফ হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামীসহ একাধিক মামলার আসামী বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন খুলশী থানার সেকেন্ড অফিসার এস আই মনির ।


