back to top

লোহাগাড়ায় নির্বাচনী বিধি ভঙ্গ, বিএনপি প্রার্থীর প্রধান সমন্বয়কারীকে শোকজ

প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬ ০৬:১৩

চট্টগ্রাম-১৫ আসনের বিএনপির প্রার্থী নুরুল মোস্তফা আমিনের প্রধান সমন্বয়কারী আসহাব উদ্দিন চৌধুরীর  বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে শোকজ নোটিশ পাঠানো হয়েছে ।

৮ জানুয়ারি লোহাগড়া উপজেলা নির্বাহি কর্মকর্তা ও চট্টগ্রাম ১৫ আসনের সহকারী রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ কারণ দর্শানো নোটিশ পাঠানো হয়েছে ।

নোটিশে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের পূর্বে আসহাব উদ্দিন চৌধুরী লোহাগাড়া সদর উপজেলার ১ নং ইউনিয়নে অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবং পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন । এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হওয়ায় জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয় । যা নির্বাচনী বিধি ভঙ্গ ও অপরাধ ।

নোটিশে ২৪ ঘন্টার মধ্যে এহেন আচরণের সুষ্ঠু ব্যাখ্যাসহ জবাব দেয়ার জন্য আসহাব উদ্দিন চৌধুরীকে নির্দেশনা দেয়া হয়েছে ।