back to top

কক্সবাজার সমুদ্র সৈকত পরিচ্ছন্নতায় চট্টগ্রামের মেয়র

প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬ ০৬:৪৩

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচ্ছন্ন অভিযান চালাচ্ছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা শাহাদাত হোসেন । চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচ্ছন্ন বিভাগের বনভোজনে অংশগ্রহণ উপলক্ষে তিনি বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন ।

পরিবেশ সংরক্ষণ ও সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার লক্ষ্যে আজ ১০ জানুয়ারি কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়েছে ‘বিচ ক্লিন আপ ক্যাম্পেইন’।

পরিচ্ছন্নতা অভিযানে বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক, তরুণ-তরুণী ও পরিবেশকর্মী অংশগ্রহণ করেন।

এ সময় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই সমুদ্র সৈকত গড়ে তুলতে হলে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। প্লাস্টিক ও অপচনশীল বর্জ্য সমুদ্রের জীববৈচিত্র্য, পরিবেশ ও পর্যটন শিল্পের জন্য মারাত্মক হুমকি। তরুণ সমাজের সচেতন অংশগ্রহণই পারে পরিবেশ রক্ষায় ইতিবাচক পরিবর্তন আনতে।

স্বেচ্ছাসেবকরা সমুদ্র সৈকতের বিভিন্ন অংশ থেকে পলিথিন, প্লাস্টিক বোতল, খাবারের মোড়কসহ পরিবেশ দূষণকারী বর্জ্য সংগ্রহ করেন।

এসময় উপস্থিত ছিলেন ইসপা চট্টগ্রাম ডিভিশনাল হেড আরিফ।কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান লায়ন মুজিবুর রহমান ভিবিডি চট্টগ্রাম এল্যুমনাই কনভেনর মোঃ জিয়াউল হক সোহেল, মোঃ সোহেল,মোঃ শামীম