back to top

ফটিকছড়িতে বনকর্মীদের ওপর হামলা, আহত ৪

প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬ ০৮:২৬

চট্টগ্রাম উত্তর বন বিভাগের ফটিকছড়ি উপজেলার ধুরুং বিটের কর্মকর্তা কর্মচারীরা সরকারি জায়গা উদ্ধারে গিয়ে স্থানীয় বাসিন্দাদের অতর্কিত হামলার শিকার হয়েছেন।

এতে ধুরুং বিটের ৪ কর্মকর্তা ও বনপ্রহরী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- আবরারুর রহমান, খন্দকার মাফুজ আলী, বাচ্চু মিয়া ও বিপ্লব।

আহতাবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় লোকজন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে চমেক হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক।

কাঞ্চননগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ এনাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার (১০ জানুয়ারি) সকালে কাঞ্চননগর ইউনিয়নের ধুইল্যছড়ি এলাকায় ধুরং বিটের কর্মকর্তা কর্মচারীরা বন বিভাগের জায়গা উদ্ধারে গেলে স্থানীয়দের সাথে সংঘর্ষে কয়েকজন বনকর্মী আহত হন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।