back to top

ফটিকছড়িতে গোলাগুলির ঘটনায় একজন নিহত

প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬ ১৫:০১

ফটিকছড়ির লেলাং ইউনিয়নের শাহানগর এলাকার দীঘিরপাড়ে গোলাগুলির ঘটনায় জামাল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারি) রাতে শাহানগর দীঘিরপাড় এলাকায় হঠাৎ গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে জামাল মারা যান। একই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হন। আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ফটিকছড়ি থানা পুলিশের পক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য  পরে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ ।