রমেশ শীলের মাজার পরিদর্শন ও পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জোবাইরুল আরিফ
মাইজভান্ডারী গানের কিংবদন্তি সাধক ও বাংলা গানের অন্যতম কবিয়াল রমেশ শীলের মাজার পরিদর্শন করেছেন চট্টগ্রাম–০৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফ।
মাজার পরিদর্শন শেষে তিনি প্রয়াত সাধক রমেশ শীলের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে জোবাইরুল আরিফ বলেন, “রমেশ শীল শুধু মাইজভান্ডারী গানের একজন সাধক নন, তিনি বাঙালির লোকসংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যের এক জীবন্ত উত্তরাধিকার। তাঁর গানে তিনি মানুষের আত্মার কথা বলেছেন, সমাজকে মানবিকতার পথে আহ্বান জানিয়েছে। এমন সাধকদের স্মৃতি ও অবদান রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা জরুরি।”
তিনি আরও বলেন, “চট্টগ্রামের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্য আমাদের পরিচয়ের অংশ। এই ঐতিহ্য রক্ষা করা মানেই মানুষে মানুষে সৌহার্দ্য, সহনশীলতা ও মানবিক মূল্যবোধকে শক্তিশালী করা।”
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এনসিপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


