back to top

চট্টগ্রামে ৩ লাখ টাকার গাঁজাসহ আটক ১

প্রকাশিত: ০২ নভেম্বর, ২০২৫ ০৬:৩৬

মাদক বিরোধী অভিযানে চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকা থেকে আনুমানিক তিন লক্ষ টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭।

র‌্যাব-৭ জানিয়েছে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে উত্তর হালিশহর গলিচিপা পাড়া সাকিনস্থ হাজী বাড়ির মালেক সওদাগরের বাড়িতে অবস্থান করেছে।

এমন তথ্য পেয়ে শনিবার (১ নভেম্বর) রাতে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। অভিযানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি কৌশলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা মো. সালমান নামে একজনকে আটক করে।

পরে তার দেখানো মতে বসত বাড়ির রান্না ঘরের ভিতরে একটি প্লাষ্টিকের বস্তার ভিতরে বিশেষ কৌশলে রক্ষিত ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আটক আসামীকে নগরীর হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।