back to top

বাঁশখালীতে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ০২ নভেম্বর, ২০২৫ ০৬:৫০

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ইলশা এলাকা থেকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আবদুল খালেককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আবদুল খালেক বাহারছড়া ইউনিয়নের রত্নপুর এলাকার মৃত বদরুজ্জমানের ছেলে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাসেল জানান, অভিযান চালিয়ে দণ্ডপ্রাপ্ত আসামি আবদুল খালেকে গ্রেপ্তার করা হয়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, আব্দুল খালেক নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন।

সে দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর গ্রামের বাড়িতে অবস্থান করছেন খবর পেয়ে গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।