কক্সবাজারের টেকনাফ উপকূলীয় এলাকায় বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে অভিনব কৌশলে লুকানো ২০ হাজার পিসসহ দুই মাদককারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) সকালে টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিরপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
আটকরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিবপাড়া এলাকার বাসিন্দা মো. শাকের (৪০) এবং নাজির পাড়ার মো. জাকির (৩৫)।
আরও পড়ুন
বিজিবি সূত্রে জানা যায়, মায়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে মাদকের একটি চালান আসে, যা মো. শাকেরের বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে- এমন সংবাদে বিজিবি ও র্যাব যৌথ অভিযান চালায়।
তার বাড়ি ঘিরে তল্লাশি চালিয়ে বসতবাড়ির দক্ষিণ পাশে সুপারি বাগানের পাশের টয়লেটের ভেতর থেকে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় দুই মাদককারবারিকে ঘটনাস্থল থেকে আটক করা হলেও আরও দুই থেকে তিনজন পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে তারা মাদক পাচারের সঙ্গে জড়িত। মায়ানমারে অবস্থানরত সরবরাহকারীদের কাছ থেকে ইয়াবা এনে বাংলাদেশে পাচার করতেন বলে জানান তারা।
টেকনাফ বিজিবি ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ‘মাদকের ভয়াল ছোবল থেকে দেশের যুব সমাজকে রক্ষায় আমরা সংকল্পবদ্ধ ও সদা প্রস্তুত।
দেশের নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার প্রশ্নে জিরো টলারেন্স নীতিতে কোনো আপস নেই। সীমান্তের প্রতিটি ইঞ্চি রক্ষায় এবং প্রতিটি মাদক চালান রুখে দিতে অভিযান আরও জোরদার করা হবে।’
তিনি বলেন, ‘জব্দ মাদকসহ আটক দুইজনকে থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।’


