তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে সমতা আনলো ভারত।
আজ রোববার (২ অক্টোবর) বেলেরিভ-এর নিনজা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার দেওয়া ১৮৭ রানের লক্ষ্য ৯ বল থাকতেই ৫ উইকেট হাতে রেখে তুলে নেয় সফরকারীরা।
টসে জিতে প্রথমে বোলিং করতে নামা সফরকারী ভারতের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান টিম ডেভিড ও মার্কো স্টইনিস।
৩৮ বলে ৭৪ রান করা টিম ডেভিড একটি ১২৯ মিটারের একটি ম্যামথ ছক্কা হাঁকান যা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
অন্যদিকে ৩৯ বলে ৬৪ রানের আরেকটি ঝোড়ো ইনিংস খেলেন স্টইনিস।
শেষদিকে ১৫ বলে ঝোড়ো ২৬ রান করা ম্যাট শর্ট অজিদের স্কোর ১৯০ এর কাছাকাছি নিয়ে যান।
বড় লক্ষ্য তাড়া করে জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন ভারতীয় ব্যাটাররা।
টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডারের সবাই এইদিন জয়ে অবদান রাখেন। ২৩ বলে সর্বোচ্চ ৪৯ রান করেন ওয়াশিংটন সুন্দর।
ভারতের হয়ে ৩ টি উইকেট শিকার করা অর্শদীপ সিং পান ম্যাচসেরার পুরস্কার।
অন্যদিকে বরুণ চক্রবর্তী ২টি এবং শিবম দুবে একটি উইকেট শিকার করেন।
অজিদের হয়ে নাথান এলিস সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন।


