back to top

কর্ণফুলীতে সিএনজি অটোরিকশায় অগ্নিকাণ্ড

প্রকাশিত: ০২ নভেম্বর, ২০২৫ ১২:৫০

কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকার একটি ফিলিং স্টেশনে গ্যাস নিতে গিয়ে সিএনজি অটোরিকশায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (২ নভেম্বর) সকালে হঠাৎ আগুন ধরে যায় অটোরিকশাটিতে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, গ্যাস নেওয়ার সময়ই সিএনজির থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. সাঈদুজ্জামান বলেন, “ফিলিং স্টেশনে গ্যাস নিতে গিয়ে একটি সিএনজিতে আগুন লেগেছিল। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করেছি। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”