back to top

উৎপাদন শুরুর ১২ ঘন্টার মধ্যেই বন্ধ সিইউএফএল

প্রকাশিত: ০২ নভেম্বর, ২০২৫ ১৫:২৭

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) দীর্ঘ সাড়ে ছয় মাস পর চালু করা হয়েছিল। তবে উৎপাদন শুরু হওয়ার ১২ ঘণ্টার মধ্যেই ফের বন্ধ করা হয়েছে।

রোববার বিকাল সোয়া ৩টার দিকে কারখানায় উৎপাদন আবার বন্ধ হয়ে গেছে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান।

এর আগে, শনিবার রাত সাড়ে ৩টার দিকে সিইউএফএলের ইউরিয়া উৎপাদন শুরু করা হয়।

মিজানুর রহমান বলেন, ‘যান্ত্রিক সমস্যার কারণে উৎপাদন বন্ধ রয়েছে। আমি বর্তমানে প্ল্যান্টে আছি, পরে বিস্তারিত জানাব।’

সিইউএফএল কর্তৃপক্ষ জানায়, উৎপাদন পুনরায় শুরুর পর প্রথম পর্যায়ে গ্যাস সরবরাহ স্থিতিশীল ছিল।

তবে, হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে অ্যামোনিয়া ইউনিটে সমস্যা দেখা দেয়। ফলে নিরাপত্তার স্বার্থে উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

এদিকে, দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানাটি চালু হওয়ায় স্থানীয় জনসাধারণ ও কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরেছিল।

তবে, ১২ ঘণ্টার মধ্যে ফের বন্ধ হয়ে যাওয়ায় হতাশায় পড়েছেন তারা।

১৯৮৭ সালে প্রতিষ্ঠিত সিইউএফএল দেশে ইউরিয়া সারের অন্যতম প্রধান উৎপাদন কেন্দ্র।

তবে, গ্যাস সংকট ও যান্ত্রিক জটিলতার কারণে সাম্প্রতিক বছরগুলোতে একাধিকবার কারখানাটি উৎপাদন বন্ধ হয়ে যায়।